উজানিয়া উৎসব ২০২৪ : রাজবংশী লোক সংস্কৃতি

পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান ঘেরা উত্তরবঙ্গ নিজের অপরূপ দৃশ্য যুগ যুগান্ত ধরে আমাদের মন মুগ্ধ করে এবং এতে আলাদা এক মাত্ৰা যোগ করে উত্তর বঙ্গের লোকসংস্কৃতি। উত্তর বঙ্গের লোকসংস্কৃতির ধারক ও বাহক ভাওয়াইয়া সংগীত আজ বিলুপ্তির পথে। তাই এই সংগীত কে বাঁচানোর লক্ষ্যে উজানিয়া উৎসব (Ujania Utsab 2024)। বর্তমানে এই উজানিয়া উৎসব সংগীত পরিচিত দের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। 



Also Read : Autumn Cherry Bloosom Festival 

কোচবিহার জেলার মাথাভাঙ্গা -২ ব্লকের পারডুবি উজানিয়া উৎসবের এক আলাদা পরিচিতি এনে দিয়েছে। উত্তর বঙ্গের লোকসংস্কৃতি কে বাঁচাতে ও সকলের সামনে তুলে ধরতে পারডুবি সব রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ পারডুবিতে অনুষ্ঠিত হবে এই উজানিয়া উৎসব। 


বিলুপ্তির পথে চলে যাওয়া কিছু নৃত্য কৌশালী যেমন হুতুম নাচ, কাতিকা নাচ, বাহো, কুশান নাচ, গোয়ালিনী নাচ বা বৈরাতি যার মহড়া ইতিমধ্যে শুরু হয়েছে, আগামী ২৫ - ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কলা কুশলি শিল্পী ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী রা অনেকে নাচ ও গানের অনুশীলন করতে ব্যাস্ত। 


কুশান ও বৈরাতি নাচ উত্তরবঙ্গ এর ধারক ও বাহক। যদিও গত দশ বছর ধরে উজানিয়া নৃত্য গোষ্ঠী নাচ পরিবেশন করে সকলের বাহবা আদায় করে নিয়েছে। এই উজানিয়া উৎসব কে ঘিরে এপার ও ওপার বাংলার মানুষের মিলন ঘটে। এই বছর এই উজানিয়া উৎসব দশ বছরে পা দেবে। এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবার এই উৎসবে মানুষের ঢল নামবে। 

Post a Comment

Previous Post Next Post