লাক্ষাদ্বীপ এর সৌন্দর্য কেমন? তার তথ্য তালাশ ২০২৪

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত লাক্ষাদ্বীপ পরিদর্শন করেন এবং সেখানকার পর্যটন কে সারা পৃথিবীর সামনে তুলে ধরেন।

লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার নির্জন সমুদ্রসৈকতে সময় কাটান মোদী। লাক্ষাদ্বীপের সৌন্দর্যে বিভোর মোদী সকলকে লাক্ষাদ্বীপে আসার আহ্বানও জানান। লেখেন, বিদেশের সৈকতে যাওয়ার আগে যেন ভারতীয়রা নিজের দেশের এই অপরূপ জায়গা ঘুরে দেখেন। যা নিয়ে কটাক্ষ করেছিলেন মলদ্বীপের একাধিক নেতা-মন্ত্রী। আর তাতেই রেগে আগুন ভারতীয়রা। প্রতিবাদের ঢল সোশ্যালে।

শিলিগুড়ি কাছে একদিনের পিকনিক

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভ্রমণের পর ভারতবর্ষের জন সাধারণের মধ্যে লাক্ষাদ্বীপ নিয়ে এক উন্মাদনা তৈরী হয়েছে তার সাথে মালদ্বীপের indiaout campain আর কিছু রাজনৈতিক নেতার তির্যক মন্তব্য আগুনে ঘি ঢালার মত প্রক্রিয়া হয়েছে, ফলস্বরূপ গত 4 দিনে মালদ্বীপে 8000 হোটেল বুকিং ক্যানসেল ও 2000 ফ্লাইটের টিকিট ক্যানসেল হয়েছে আর শুরু হয়েছে #BoycottMaldives এর মত ক্যাম্পেইন, প্রকৃতি প্রেমীদের কাছে সবকিছুই সুন্দর, তবে লাক্ষাদ্বীপ নিয়ে অনেকেরই ধারণা নেই তাই আজকের এই ব্লগ লাক্ষাদ্বীপ নিয়ে।



স্বপ্নের লাক্ষাদ্বীপ ভ্রমণ গাইড :

লাক্ষাদ্বীপ এর বিভিন্ন আইল্যান্ড গুলির নাম কি কি?

কাভারাত্রি, আগেত্তি, আমিনী , কাঁদমাত , কিলতান , চেতলাত , বিত্র , এন্ড্রোত্ত , কল্পেনি এবং মিনিকয়। এদের মধ্যে বিত্র সব থেকে ছোট আইল্যান্ড ২০১১ সালে যার জনসংখ্যা ছিল মাত্র ২৭১ জন।

লাক্ষাদ্বীপ কিভাবে যাবেন ? 

লাক্ষাদ্বীপ দুই ভাবে যাওয়া যায় ফ্লাইটে ও জাহাজে, দুটো ক্ষেত্রেই টুর অর্গানাইজ করে স্পোর্টস নামক লাক্ষাদ্বীপ গভর্নমেন্টের সংস্থা ও স্পোর্টসের অথরাইজড এজেন্ট 


জাহাজের টুর কি রকম ? 

কেরালার কোচি থেকে জাহাজ ছাড়ে, জাহাজে 3রাত 4দিন বা 2রাত /3দিনের টুর হয়, এক্ষেত্রে দিনের বেলা দ্বীপ গুলোয় টুর হয় রাতে থাকতে হয় জাহাজে 

কেদারনাথ যাত্রা, এই বাংলায় কেদারনাথ।

কোচি থেকে জাহাজ ছেড়ে নিয়ে যাওয়া হয় কাভারতি, মিনিকয় ও কালপেনি, এই প্যাকেজের নাম সমুদ্রম 



জাহাজে কি কি পরিষেবা থাকে ?

প্যাকেজে থাকা খাওয়া ঘোরা সাইটসিয়িং সবই ধরা থাকে, জাহাজের কেবিন ও ব্যাংক এই দুই ধরণের রুম থাকে, ac রুম, 24 ঘন্টা গরম জলের সার্ভিস থাকে 


ফ্লাইট এ গেলে কোথায় কোথায় যাওয়া যায় ?

ফ্লাইটে মূলত আগাত্তি, বাঙ্গারাম, কাভারত্তি ও কাদমাত দ্বীপের আলাদা আলাদা প্যাকেজ হয়, তবে এক্ষেত্রে আপনাকে কোচি থেকে ফ্লাইটে আগাত্তি নামতে হবে প্রথমে তারপর অন্য দ্বীপে যেতে হয়


লাক্ষাদ্বীপে কি কি করবেন ? 

সবার প্রথম দুচোখ ভরে উপভোগ করুন জায়গাটা, এরপর বিভিন্ন water activity করুন ( স্কুবা, স্নোর্কেলিং, ব্যানানা রাইড, জেটস্কি )



খরচ কেমন ?

সমুদ্রম প্যাকেজের খরচ সিজন অনুযায়ী ভ্যারি করে 30000-40000 পার হেড এর মাঝে ঘোরাঘুরি করে, যেখানে কোচি থেকে কোচি যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা এমনকি প্রতিটা দ্বীপে কিছু কিছু ওয়াটার একটিভিটি সবকিছু ধরা থাকে


ফ্লাইটে গেলে খরচ অনেক বেশি (নিজে যাইনি বলে ডিটেলে জানা নেই ) তবে ওখানে রাতে থাকার জন্য রিসোর্টের ভাড়া শুরুই হয় 7000 প্রতি রাত থেকে 


যাওয়ার সেরা সময় ?

অক্টবর থেকে ফেব্রুয়ারি  



নিজেরা কি যাওয়া যায় ?

যাওয়া যায় তবে প্রসেস খুবই কঠিন, লোকাল আইল্যান্ডের বাসিন্দার কাছ থেকে ইনভাইটেশন লাগে, লাক্ষাদ্বীপ হোম ডিপার্টমেন্ট থেকে NOC লাগে, লোকাল পুলিশ স্টেশন থেকে NOC লাগে এরপর লাগে SPORTS এর ছাড়পত্র, সে অনেক ঝামেলার ব্যাপার।


কোথেকে জাহাজ ও ফ্লাইট ছাড়ে ?

কোচি থেকে 


আন্দামান না লাক্ষাদ্বীপ কোনটা বেটার ?

খুব কঠিন প্রশ্ন, দুটো দু রকম, লাক্ষাদ্বীপ কোরাল দ্বীপ তাই লেগুন গুলো বেশি গভীর না হওয়ায় মূল দ্বীপ থেকে 1-2কিমি স্যালো ওয়াটারে হেঁটে চলে যাওয়া যায় ফলে ওয়াটার এক্টিভিটি করতে খুব ভালো লাগে 


আন্দামান ভলকানিক আইল্যান্ড ফলে লেগুন সেভাবে দেখা যায় না এবং সারাউন্ডিং ডেপ্থ বেশি 


বয়স্করা কি যেতে পারেন ?

অবশ্যই পারবেন, হাঁটা চলার তেমন ব্যাপার নেই আর sports এর স্টাফেরা সুপার একটিভ ও খুবই হেল্পফুল 


ভাষাগত সমস্যা ?

ইংরেজি ও হিন্দি চলে, দ্বীপের মানুষরা বিভিন্ন আলাদা আলাদা ভাষায় কথা বলেন তবে হিন্দি বোঝেন 



কিভাবে যাওয়া যেতে পারে?

কলকাতা থেকে অনলাইনে golakhadweep কোম্পনির সাথে যোগাযোগ করে ঘুরে আসা যেতে পারে , বুকিং প্রসেস খুব স্মুথ ও কুইক কনফার্মেশন পাওয়া খুব সহজ।


আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন 


GoL Travels Pvt Ltd

(Govt. Authorised Travel Agency)

Pallichal Rd, Thoppumpadi,Kochi


www.golakshadweep.com

info@golakshadweep.com


ডাইরেক্ট SPORTS এর ওয়েবসাইট থেকে বুক করা ভালো না কি এজেন্টের মারফত ?


ডাইরেক্ট SPORTS এর ওয়েবসাইট থেকে করতেই পারেন 500-1000 টাকা কমে পড়ে কিন্তু ওই পুজোর বুকিংয়ের মত খুব কুইক বুক হয় স্লট ওপেন হওয়া মারফত আর ডকুমেন্ট প্রসেসে টাইম নেয় তাই কনফার্মেশন পেতে দেরি হয় 


এজেন্টকে শুধু টাকা ছবি আর ID CARD পাঠিয়ে দিলেই বুকিং হয়েযায়, ওরা কোচিতে গাইড করে জাহাজে তুলে দেয়, বাকিটা আপনার নিজস্ব ব্যাপার 


লাক্ষাদ্বীপ না মালদ্বীপ?


এটা খুব কঠিন প্রশ্ন দুটোই একই দ্বীপগোষ্ঠীর অন্তর্গত হওয়ায় প্রাকৃতিক বৈচিত্র সমান, তবে ভারতীয় হিসেবে লাক্ষাদ্বীপকেই এগিয়ে রাখব, 

লাক্ষাদ্বীপে কিন্তু Watervilla পাবেন না যেটা মালদ্বীপে পাবেন তবে তা সবার সাধ্যের মধ্যে আসে না, মালদ্বীপে অবশ্য হাজার খানেক দ্বীপ রয়েছে সে জায়গায় লাক্ষাদ্বীপে মাত্র 32 টি দ্বীপ রয়েছে।


লাক্ষাদ্বীপের ট্যুরিজম বাড়াতে হলে Govt. কে আরো ফ্লেক্সিবল হতে হবে, বুকিং প্রসেস সহজ করতে হবে, ফ্লাইট বাড়াতে হবে, বেশি সংখ্যক দ্বীপে access দিতে হবে 


তবে ট্যুরিস্ট বেশি গেলে জায়গা পরিবেশের উপর প্রভাব পড়বে তাই Govt. কে সেই অনুযায়ী পরিবেশ রক্ষার পরিকল্পনা করে রাখতে হবে।



লাক্ষাদ্বীপ নিয়ে জানতে নিচের সাইট গুলি ক্লিক করতে পারে

















ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post